বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

চার দিনের সফরে ভারত গেলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

spot_imgspot_img

চার দিনের সফরে ভারত গেলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (৫ সেপ্টেম্বর) আখাউড়া চেক পোস্ট দিয়ে ভারতে যান তিনি।

জানা যায়, তথ্যমন্ত্রী বেলা সাড়ে ৩টার দিকে আখাউড়া চেক পোস্ট পার হয়ে আগরতলায় পৌঁছান। আগরতলা থেকে বিমানে দিল্লি যাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

হাসান মাহমুদ বলেন, দিল্লি সফরকালে সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হবে। তবে বৈঠকে ঠিক কী বিষয় নিয়ে কথা হবে এ সম্পর্কে তিনি সাংবাদিকদের কিছু বলেননি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img