শনিবার | ৬ সেপ্টেম্বর | ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে আরও সমস্যা সৃষ্টি করবে: আমেরিকা

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে আরও সমস্যার সৃষ্টি করবে বলে দাবি করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা কেবল আরও সমস্যার সৃষ্টি করবে এবং যুদ্ধবিরতি প্রচেষ্টাকে বিপদের মুখে ফেলবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে অ্যাসোসিয়েট প্রেস।

বৃহস্পতিবার ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া ও দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কুইটোতে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা সব দেশকে স্পষ্ট করে বলেছি, এই স্বীকৃতির ব্যাপারটা ভুয়া, এটা বাস্তব নয়। যদি এটা করা হয়, তাহলে আরও সমস্যা তৈরি হবে।’

তিনি বলেন, এই স্বীকৃতির ফলে প্রতিক্রিয়া আসবে, যুদ্ধবিরতি পাওয়া আরও কঠিন হবে, এমনকি হামলার আশঙ্কাও তৈরি হতে পারে। তিনি ইসরাইলের পশ্চিম তীর সংযুক্তকরণ পরিকল্পনা নিয়ে সরাসরি মন্তব্য না করলেও বলেন, বিষয়টি ‘সম্পূর্ণ পূর্বানুমেয়’।

তিনি আরও বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করার পদক্ষেপ গাজায় প্রতিদ্বন্দ্বী হামাসকে আরও সাহসী করে তুলেছে। তিনি দাবি করেন, ফ্রান্স তাদের ঘোষণা দেওয়ার দিনই হামাস আলোচনার টেবিল ছেড়ে চলে যায়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img