গাজ্জার রাজধানী দখলের অভিযান জোরদার করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এর অংশ হিসেবে গাজ্জা সিটির একটি ১২ তলা টাওয়ার গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, ভবনটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ইসরাইলি সেনারা পশ্চিম গাজ্জার মুশতাহা টাওয়ারটি খালি করার নির্দেশ দেয়। এরপর দু’দফা বিমান হামলা চালানো হয়। প্রথমে সতর্কতামূলক আঘাত করা হয়। পরে একটি এফ-১৬ যুদ্ধবিমান আঘাত হানে। এ হামলায় ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে।
ভবনের কর্তৃপক্ষ জানায়, ইসরাইলের দাবি মিথ্যা। এখানে কোনো হামাস যোদ্ধা অবস্থান করছিল না, ভবনটি কেবল বাস্তুচ্যুত মানুষদের জন্য উন্মুক্ত ছিল।
এটি ছিল গাজ্জায় অন্যতম উঁচু ভবন। এর চারপাশে শত শত বাস্তুচ্যুত মানুষের তাঁবু ছিল বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি।