শুক্রবার, মে ৯, ২০২৫

ইসলাম অবমাননাকর বক্তব্যের জন্য অনুতাপ করল ম্যাকরন

spot_imgspot_img

বিশ্বনবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অবমাননা করে বক্তব্য দেওয়ার জন্য অনুশোচনা প্রকাশ করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

তিনি বলেছেন, ইসলাম ও মুসলিম বিশ্বের প্রতি তার সম্মান রয়েছে।

সম্প্রতি ম্যাকরনের ন্যক্কারজনক এক বক্তব্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ তীব্র ক্ষোভে ফেটে পড়ার পর ফরাসি প্রেসিডেন্ট তার বক্তব্য থেকে সরে দাঁড়ায়। কিন্তু এজন্য অনুশোচনা বা দুঃখ প্রকাশ কিংবা মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চায়নি ম্যাকরন।

এবার তিনি একধাপ এগিয়ে অনুতাপ প্রকাশ করেছেন।

বুধবার (৪ নভেম্বর) ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক টেলিফোনালাপে এই অনুশোচনা প্রকাশ করেন বলে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে।

ইমানুয়েল ম্যাকরন মাহমুদ আব্বাসকে বলেন, ইসলাম ধর্ম বা মুসলমানদের অবমাননা করার কোনো অভিপ্রায় তার ছিল না।

টেলিফোনালাপে মাহমুদ আব্বাস বলেন, সবার উচিত সব ধর্ম এবং ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি সম্মান দেখানো। এবং কেউ যাতে হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহ কোনো ঐশী ধর্মের নবীর অবমাননা না করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img