উত্তর আফগানিস্তানে রিখটার স্কেলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সরকারি রিপোর্ট অনুযায়ী ২৭ জন নিহত ও ৯৫৬ জন আহত হয়েছেন। সোমবার ভোরে সংঘটিত এই ভূপ্রক্টিতে কয়েকটি প্রদেশে ব্যাপক ধ্বংস হয়েছে; একাধিক প্রদেশে এক হাজারেরও বেশি বাসগৃহ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত নাগরিকদের জন্য ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে।
অঞ্চনিরোধ ও ক্ষয়ক্ষতির বিবরণ
ভূমিকম্পটির কেন্দ্র ছিল মাজার-ই-শরিফের পাশে এবং ভূ-গহ্বর প্রায় ২৮ কিলোমিটার ছিল। এতে উত্তরাঞ্চলের বালখ, সামাঙ্গান, সার-ই-পুল, বাগলান ও কুন্দুজ প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী ভূমিকম্পে “গুরুতর প্রাণহানি ও বিপুল আর্থিক ক্ষতি” হয়েছে এবং প্রাথমিক মূল্যায়নে ১,০৩৭টি বাড়িঘর ধ্বংস হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ছিল সামাঙ্গান, যেখানে ১৩ জন নিহত হয়েছেন, এবং বালখে ১২ জনের মৃত্যু হয়েছে।
উদ্ধার ও চিকিৎসাসেবা
সরকারি সূত্র জানায়, মঙ্গলবার উদ্ধার ও তল্লাশি অভিযান সমাপ্ত করা হয় এবং কর্তৃপক্ষ এখন স্থানান্তরিত পরিবারদের সহায়তায় ত্রাণ কার্যক্রমে মনোনিবেশ করেছে। জনস্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে আহতদের সকলকে আঞ্চলিক হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি জরুরি সহায়তা সমন্বয় করছে; তবে পাহাড়ি ও দুর্গম অঞ্চলে ধ্বংসের পরিমাণ ত্রাণ বণ্টনে কঠিন প্রতিবন্ধকতা তৈরি করেছে।
সূত্র: ইয়ানিসাফাক









