জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ শার’আ আল জুলানীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে আমেরিকা।
মঙ্গলবার (৪ নভেম্বর) ওয়াশিংটনের যে খসড়া প্রস্তাবটি দেখেছে, তাতে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে প্রস্তাবটি কবে ভোটে তোলা হবে তা এখনো স্পষ্ট নয়।
কোনো প্রস্তাব পাসের জন্য নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯টি ভোট এবং স্থায়ী পাঁচ সদস্য দেশগুলো (রাশিয়া, চীন, আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেনের) কোনোটির ভেটো না থাকা প্রয়োজন হয়।
ওয়াশিংটন গত কয়েক মাস ধরে সিরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়ে আসছে।









