বুধবার | ১৭ ডিসেম্বর | ২০২৫

গাজ্জায় ইসরাইলি বিমান হামলায় শহীদ আরও ৫০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বর্বর হামলায় আরও অন্তত ৫০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে খান ইউনিসের আল-মাওয়াসি তাঁবু ক্যাম্পে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন ২০ জন। আহত হয়েছেন আরও অনেক ফিলিস্তিনি।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে জানানো হয়েছে, গাজ্জায় ইসরাইলি বিমান হামলায় আরও অন্তত ৫০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন। তারা বলেছেন, খান ইউনিসের কাছে আল-মাওয়াসিতে একটি তাঁবু ক্যাম্পে বুধবার ইসরাইলি হামলায় কমপক্ষে ২০ জন শহীদ।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় বাস্তুচ্যুত পরিবারগুলোর বেশ কয়েকটি তাঁবুতে আগুন লেগে যায়।

আল জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ মধ্যগাজ্জার দেইর আল-বালাহ থেকে জানিয়েছেন, বর্বর এই হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোগীরা হাসপাতালে আছেন তারা কেবলমাত্র চিকিৎসা সেবা, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং অপর্যাপ্ত চিকিৎসা কর্মীর কারণে তারা তাদের জীবন হারানোর আশঙ্কার মধ্যে রয়েছেন।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img