শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন

ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াদিল্লির রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সম্পর্কে পুতিন বলেন, ‘আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। বিভিন্ন প্রয়োজনে আমরা নিয়মিত ফোনে কথাও বলি।’

তিনি বলেন, ‘তেল, গ্যাস, কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর একটি নির্ভরযোগ্য সরবরাহকারী রাশিয়া।’

পুতিনের সফরকে কেন্দ্র করে এবার দুই দেশের বাণিজ্য ও কৃষি খাতের সম্পর্ক জোরদার করতে একাধিক চুক্তি হয়েছে। দুই দেশের বাণিজ্যে নিজেদের জাতীয় মুদ্রার ব্যবহার বাড়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক প্রকল্প নির্মাণেও সহায়তা দেয়ার ঘোষণা দেন পুতিন।

উল্লেখ্য, পুতিন দুই দিনের সফরে গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। পালাম বিমানবন্দরে নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। আজ রাত ৯টার দিকে তিনি ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img