শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

অযৌক্তিক কারণে প্রকল্প ব্যয় বাড়লে ক্ষমা পাবে না কেউ: তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, অযৌক্তিক কারণে প্রকল্প ব্যয় আর মেয়াদ বাড়লে, ক্ষমা পাবেন না কেউ।

শনিবার (০৬ ফেব্রুয়রি) দুপুরে নারায়ণগঞ্জের রুপগঞ্জে ‘ঢাকা ইনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (DESWS)’ প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

চলমান এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালে। সেটি এখন ঠেকেছে ২০২৩ এ। পুনঃনির্ধারিত এ সময়েও কাজ শেষ হবে কি-না; সেটা নিয়েও আছে সংশয়। কারণ করোনায় গতি কমিয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধর্বপুরে অবস্থিত ঢাকা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের কাজ।

৮২ একর জায়গার ওপর বাস্তবায়নাধীন এই প্রকল্পে স্থাপিত হবে একশ’ ৫ কোটি লিটার পানি উত্তোলন ক্ষমতা সম্পন্ন । যার প্রথম ফেইজে মেঘনা নদী থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি পরিশোধিত হবে। সরবরাহ করা হবে, ঢাকার উত্তর-পশ্চিমাংশ বাড্ডা-গুলশান-বনানী-উত্তরা, মিরপুরসহ আরও এলাকায়।

স্থানীয় সরকার মন্ত্রীর হুঁশিয়ারি, কোনো কর্মকর্তার গাফিলতির জন্য প্রকল্পের মেয়াদ ও অর্থ বাড়াতে হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img