সোমবার, এপ্রিল ৭, ২০২৫

গাজ্জায় পানি সরবরাহ বন্ধ করে দিল ইসরাইল

গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি কোম্পানি মেকোরোট থেকে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। ফলে উপত্যকাটিতে মোট পানি সরবরাহের ৭০ শতাংশই বন্ধ হয়ে গেছে।

শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

গাজ্জা পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্নার মতে, ইসরাইলের পানি বন্ধ করে দেওয়ার কারণগুলো এখনো স্পষ্ট নয়। পানি বন্ধ করে দেওয়া সরাসরি সামরিক কার্যকলাপের কারণে হতে পারে অথবা ইসরাইলি কর্তৃপক্ষের ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্তের কারণেও হতে পারে।

তিনি বলেন, পানি বন্ধের কারণ যাই হোক না কেন, এর পরিণতি ভয়াবহ। যদি মেকোরোট থেকে পানি প্রবাহ শিগগিরই পুনরুদ্ধার না করা হয়, তাহলে গাজ্জা একটি পূর্ণাঙ্গ পানি সংকটের মুখোমুখি হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img