পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) খুলছে অফিস-আদালত ও আর্থিক প্রতিষ্ঠান। সচিবালয় ও অন্যান্য সরকারি অফিস খোলার পাশাপাশি খুলছে ব্যাংক।
একটানা নয় দিন বন্ধ থাকার পর রোববার সকাল ১০টা থেকে আগের মতো ব্যাংকের লেনদেন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এবার ঈদুল ফিতর উদযাপিত হয় ৩১ মার্চ (সোমবার)। এ বছর ঈদের আগে ও পরে মিলিয়ে পাঁচ দিন সরকারি ছুটি ছিল।
কিন্তু ঈদযাত্রার সুবিধার কথা ভেবে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। আর ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা নয় দিন ছুটি উপভোগ করতে পেরেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।