মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

সফরে আসা দুই ব্রিটিশ এমপিকে আটক করেছে ইসরাইল

সফরে আসা দুই ব্রিটিশ এমপি ইউয়ান ইয়েং ও ইবতিসাম মুহাম্মদকে আটক করেছে মার্কিন মদদে গাজ্জায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

শনিবার (৫ এপ্রিল) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, লেবার পার্টির এমপি ইউয়ান ইয়েং ও ইবতিসাম মুহাম্মদকে আটক করেছে ইসরাইল প্রশাসন। ইসরাইল বিদ্বেষ ছড়াতে ও নিরাপত্তা বাহিনীর গতিবিধি নথিভুক্ত করতে এসেছেন সন্দেহে তাদের আটক করা হয়েছে বলে জানায় দেশটির ইমিগ্রেশন বিভাগ।

এছাড়া বিমানবন্দরে ব্রিটিশ সংসদ প্রতিনিধিদের প্রবেশও আটকে দেওয়া হয়। দেশটিতে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

তিনি আরো বলেন, আমরা ইসরাইল সরকারকে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছি যে, ব্রিটিশ এমপিদের সাথে এমন আচরণ করা যেতে পারে না। এমনটি করা তাদের উচিত হয়নি। এছাড়া সমর্থন ও সহায়তা জোগাতে আটককৃত এমপিদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি।

আটককৃত এমপিদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সরকারের লক্ষ্য হলো রক্তপাত বন্ধ ও জিম্মিদের মুক্ত করা। গাজ্জা সংঘাতের অবসান ঘটানো। পুনরায় যুদ্ধবিরতি কার্যকর এবং আলোচনায় প্রত্যাবর্তন নিশ্চিত করা।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img