মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

গাজ্জায় গণহত্যা বন্ধ ও ভারতের বিতর্কিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে কক্সবাজারে মানববন্ধন

ফিলিস্তিনের গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত গণহত্যা বন্ধ ও ভারতে বিতর্কিত ওয়াক্‌ফ বিল বাতিলসহ মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখা।

রবিবার (৬ এপ্রিল) বাদে আছর পৌরসভা গেইটে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেছেন, জায়নবাদী ইহুদী-নাসারা, সাম্রাজ্যবাদী অপশক্তি ইসরাইল কর্তৃক নির্মম হত্যাযজ্ঞে পুণ্যভূমি ফিলিস্তিনের গাজ্জা এক বীভৎস মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তাদের বর্বরোচিত হামলায় প্রতিনিয়ত মুসলিম নারী, শিশুসহ অসংখ্য মুসলমান শাহাদতবরণ করছেন। বিশ্ব ইতিহাসে নজিরবিহীন মানবতাবিরোধী এমন জঘন্যতম হত্যাযজ্ঞেও জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ বিশ্বসভার নিরবতায় মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

অপরদিকে ভারতে বিতর্কিত ওয়াক্‌ফ বিল পাশ করে মসজিদ-মাদ্রাসাসহ ইসলামী ঐতিহ্য ও নিদর্শনের ওপরে হিন্দুত্ববাদী কর্তৃত্ব প্রতিষ্ঠার গভীর চক্রান্ত চলছে। সেই সাথে ভারতে মুসলমানদের ওপরে চলছে চরম নীপিড়ন। এমতাবস্থায় ফিলিস্তিন ও ভারতসহ নিপীড়িত, মুসলমানদের সঙ্কট উত্তরণে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা সময়ের দাবি। নেতৃবৃন্দ মার্কিন, ইসরাইল ও ভারতীয় পণ্য বর্জন এবং তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান। নেতৃবৃন্দ অবিলম্বে ভারতে বিতর্কিত ওয়াক্‌ফ বিল বাতিলের জোর দাবি জানান।

সংগঠনের জেলা সভাপতি মুহাম্মাদ অলি উল্লাহ আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার সিনিয়র নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী। বিশেষ অতিথি ছিলেন জেলা হেফাজতে ইসলামের সদস্য সচিব ও নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী।

এতে প্রধান আলোচক ছিলেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সচিব ও জেলা ইসলামী যুবসমাজের আহবায়ক হাফেজ মুহাম্মাদ আবুল মঞ্জুর। বিশেষ আলোচক ছিলেন ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ দিদারুল আলম, রামু উপজেলার সাবেক সভাপতি মাওলানা আব্দুল করিম।

মানববন্ধনে উল্লেখিত দাবিতে আরবীতে বক্তব্য রাখেন রামু উপজেলা কর্মপরিষদ সদস্য তারেক আব্দুল্লাহ, সদর উপজেলা সদস্য শাহেদ হোসাইন। ইংরেজিতে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আহবায়ক মুহিউদ্দিন খান। এছাড়াও মানববন্ধনে অংশ নেন জেলা ইসলামী ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আলম, তরুণ উদ্যোক্তা মুহাম্মাদ আব্দুল আজিজ, কক্সবাজার জেলা প্রচার সম্পাদক আব্দুল্লাহ হোসাইনী, উখিয়া উপজেলা সদস্য সচিব আব্দুল্লাহ মাহমুদ, রামু উপজেলা অর্থ সম্পাদক রায়হান উদ্দিন, পৌরসভার মুহাম্মাদ হাবিব, আরিফ আল-মাহমুদ, হাফেজ রিদুয়ান প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img