জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, শহীদ-আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ও তাদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিকে সামনে রেখে বিভিন্ন মতাদর্শের ৩৫টি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’র আত্মপ্রকাশ হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আনুষ্ঠানিকভাবে সম্মিলিত জোটটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
ইউনাইটেড পিপলস বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, বিপ্লবি ছাত্র পরিষদ, আর্থ বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ এখন পর্যন্ত ৩৭টি সংগঠনের প্রতিনিধি দল এই জোটের সঙ্গে ঐকমত্য পোষণ করেছে।