সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

আফগানের সমস্যা সমধানে কাজ করছে পাকিস্তান: ইমরান খান

যুদ্ধবিধ্বস্ত প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানে রাজনৈতিক সমাধান ও আমেরিকা পরবর্তী সম্ভাব্য গৃহযুদ্ধ এড়াতে আঞ্চলিক শক্তিগুলোর সাথে কাজ করছে পাকিস্তান।

সোমবার (৫ জুলাই) বেলুচিস্তান প্রদেশের কৌশলগত বন্দর গুয়াদারে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান একথা বলেন।

তিনি বলেন, আফগানিস্তানে রাজনৈতিক সমাধানের লক্ষ্যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি আমরা। এজন্য (রাজনৈতিক সমাধানে) তালেবানের সাথেও যোগাযোগ করবো আমরা।

প্রতিবেশী যুদ্ধবিধ্বস্ত দেশটিকে সম্ভাব্য গৃহযুদ্ধ থেকে বাঁচাতে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে তাদের ভূমিকা পালন করতে হবে। কেননা এধরণের সংঘাত মধ্য এশিয় দেশগুলোর সাথে পাকিস্তানের বাণিজ্যকে ধ্বংস করে দিতে পারে।

ইমরান খান বলেন, আফগান ইস্যুতে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইবরাহীম রাইসির সাথে তার ইতিমধ্যে আলাপ-আলোচনা হয়েছে এবং অন্যান্য দেশের প্রধানদের সাথেও অচিরেই যোগাযোগ করবেন তিনি।

জানা যায়, কাবুলে কোনো নির্ভরযোগ্য প্রশাসনিক কাঠামো না রেখেই মার্কিন যুক্তরাষ্ট্রের তড়িৎ বিদায়ে সমালোচনা করেছে পাকিস্তান।

অপরদিকে আফগান তালেবানরা বিশ্বাসঘাতক আমেরিকা ও তাদের দোসরদের ১১ সেপ্টেম্বরের সম্পূর্ণ প্রত্যাহার প্রক্রিয়া শেষের আশায় বসে না থেকে একের পর এক গুরুত্বপূর্ণ জেলা নিজেদের নিয়ন্ত্রণে আনছে। নির্দিষ্ট তারিখে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার শেষ নাহলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছে তারা।

তাদের বক্তব্য হলো, তুরস্ক সহ সকল বিদেশি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। এমনকি কোনো সামরিক ঠিকাদারও সেখানে অবস্থান করতে পারবে না।

সূত্র: আনাদোলু।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img