শনিবার | ১২ জুলাই | ২০২৫

প্রথমবারের মতো প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিল তালেবান

spot_imgspot_img

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর প্রথমবারের মতো কোনো প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

শুক্রবার (৬ আগস্ট) আফগান সরকারের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে আফগানিস্তানের নিমরোজ প্রদেশের রাজধানী জারঞ্জ তালেবান দখলে নেয় বলে আফগান সরকারের অন্তত দুইটি পৃথক সূত্র নিশ্চিত করেছে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর তালেবান দ্রুতগতিতে দেশটির বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে।দেশটির গ্রামাঞ্চলের অধিকাংশ জায়গা নিজেদের দখলে নেওয়ার পর এখন তারা প্রধান শহরগুলোকে লক্ষ্য করে এগুচ্ছে।

লস্কর গাহের রাজধানী হেরাতসহ অন্যান্য প্রাদেশিক রাজধানীগুলোও যেকোনো সময় পতন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জারঞ্জ দখলে নেওয়ার পর তালেবানের মনোবল আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির ৪১৯টি জেলার মধ্যে ২২৩টিই তালেবানের দখলে বলে জানা গেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img