ইনসাফ | আরিফ মুসতাহসান
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আমরা কারো শর্তযুক্ত সহায়তা গ্রহণ করবো না।
সোমবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা কারো শর্তযুক্ত সহায়তা গ্রহণ করবো না। অনেকে আমাদের সহযোগিতা করেছে। আবার অনেকে সহযোগিতার ক্ষেত্রে শর্তারোপ করতে চেয়েছে। আমরা তাদের সহযোগিতায় আগ্রহ প্রকাশ করিনি। কেউ আমাদের সহযোগিতা করতে চাইলে বিনা শর্তে করতে হবে। আমরা কারো প্রতি দায়বদ্ধ হতে চাই না।
তিনি বলেন, অনেকে ইতিমধ্যে আমাদের সহযোগিতা করেছে। কেউ কেউ সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সবাইকে আহ্বান করছি, আমাদের সাথে থাকুন এবং সহযোগিতা করুন। চিন আমাদের নতুন সরকারকে স্বীকৃতি দেবে।
আমরা চীনের পদক্ষেপকে ইতিবাচক দিক হিসেবে দেখি।