শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ৩০ দলের

জাতীয় পার্টির (জাপা) রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে ৩০টিরও বেশি রাজনৈতিক দলের নেতারা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে গণঅধিকার পরিষদ আয়োজিত সংহতি সমাবেশে একাত্ম হয়ে এ দাবি জানান তারা।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের বিচার, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, সম্প্রতি অনেকেই অনেক স্বপ্ন দেখছে। আমরা লক্ষ্য করছি, অনেকেই ভাবছেন জাতীয় পার্টি দিয়ে আবার এসে পড়বে। অনেকেই প্রস্তুতি নিচ্ছেন, স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখতে কিন্তু বাধা নেই। স্বপ্ন দেখতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে চ্যাপ্টার ক্লোজড। এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নাই। জনগণের ধাওয়ায় পালিয়ে যাওয়া স্বৈরাচার আর ফিরে আসার কোন রকম নজির নাই। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত মানুষ।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, জেএসডি সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভুঁইয়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ)-এর মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, এনডিএম মহাসচিব মোহাম্মদ মমিনুল হক, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা বিভাগের চেয়ারম্যান আবু মুসা বিল্লাহ্, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, বাংলাদেশ জাস্টিস পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আবদুল্লাহ আল হারুন, জনতার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img