মঙ্গলবার | ১৬ ডিসেম্বর | ২০২৫

ইরানের অবস্থা গাজ্জার মতো করার হুমকি ইসরাইলের

গত এক বছর ধরে বর্বরতা চলিয়ে পুরো গাজ্জাকে ধ্বংস্তুপে পরিণত করেছে ইসরাইল। এবার ইরানের অবস্থা গাজ্জা ও লেবাননের মত করার হুমকি দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্ট।

রোববার (৬ অক্টোবর) এমন হুমকি দিয়েছেন ইসরাইলের এই প্রতিরক্ষামন্ত্রী।

ইয়োহাভ গ্যালান্ট বলেন, গত মঙ্গলবার ইরান যে মিসাইল হামলা চালিয়েছে- এতে তাদের কোনো ক্ষতি হয়নি। এমনকি কোনো বিমানে একটি দাগও পড়েনি। যদি ইরান ইসরাইলের ক্ষতি করার চেষ্টা করে তাহলে ইরানের অবস্থা গাজ্জা ও লেবাননের মতো করা হবে।

গ্যালান্ট বলেন, ইরানিরা আমাদের আকাশ শক্তিকে স্পর্শ করেনি। কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। কোনো স্কোয়াড্রনের কার্যক্রম বন্ধ হয়নি। যারাই ভাববে ক্ষতি করার মাধ্যমে আমাদের আটকাবে। তাদের গাজ্জা এবং লেবানের বৈরুতে আমাদের (অর্জন) দেখা উচিত।

সূত্র: ফ্রান্স২৪

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img