মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

শহীদ আবরার ফাহাদের স্মরণে দোয়া, সেমিনার ও চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি শিবিরের

ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বর্বর সংগঠন ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ‘নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণা ও তা যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একইসাথে এ দিনের কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি।

রোববার (৫ অক্টোবর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে জাহিদুল ইসলাম বলেন, ‘২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে “ছাত্রশিবির আখ্যায়িত” করে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা। শহীদ আবরার ফাহাদের অপরাধ ছিল সত্যের পক্ষে ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে ক্যাম্পাসে আধিপত্য কায়েমের লক্ষ্যে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছেন অন্তত ছয় হাজার শিক্ষার্থী। জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় ছাত্রসমাজ এমন নির্যাতনের ভয়াবহ চিত্র ভবিষ্যতে আর কোনো দিন দেখতে চায় না।’

তিনি বলেন, ‘এ প্রেক্ষাপটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ দিনটিকে “নিপীড়নবিরোধী দিবস” হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে “জাতীয় নিপীড়নবিরোধী দিবস” ঘোষণা ও পালনের জন্য সরকারের প্রতি আহ্বান করছি।’

শিবিরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী নিপীড়নবিরোধী দিবসের কর্মসূচিগুলো হল, শাখাভিত্তিক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান; ক্যাম্পাসগুলোতে নিপীড়নবিরোধী সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন করা; ফ্যাসিবাদী আমলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনের চিত্র তুলে ধরা ও আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া এবং ক্যাম্পাসে নিপীড়ন ও আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন প্লাটফর্মে লেখালেখি করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ছাত্রশিবিরের সকল মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে উক্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ, আমাদের সকল তৎপরতা তার দ্বীনের জন্য কবুল করুন। আমিন।’

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img