নর্থসাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে পবিত্র কুরআনকে অবমাননাকারী শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে খেলাফত মজলিস।
আজ সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ দাবি জানান।
বিবৃতিতে খেলাফত মজলিসের নেতারা বলেন, বিশ্বাবাসীকে পথপ্রদর্শণের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ মহাগ্রন্থ আল কুরআনের অবমাননা কোন মুসলমান সহ্য করতে পারে না। বাংলাদেশের মত সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এই ধরণের ধৃষ্টতা যে ব্যক্তি দেখিয়েছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
তারা বলেন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে প্রথম দিকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দিয়ে এই জঘন্য কর্মকাণ্ডের দায় থেকে তাকে বাঁচানোর অপচেষ্টা করা হয়েছিল। সাধারণ শিক্ষার্থীরা উক্ত ঘটনায় চরম ধৈর্য্যরে পরিচয় দিলেও প্রশাসন তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়েছে। আমরা পবিত্র কুরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানাই।
তারা আরও বলেন, বাংলাদেশের মত মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও ধর্মীয় সৌহার্দ্যপূর্ণ দেশে দেখা যাচ্ছে, ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধান ও ভক্তির জায়গার উপর বারবার আঘাত হানা হচ্ছে। একশ্রেণি ইসলাম বিদ্বেষীদের এসব উস্কানীমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষ কখনো মেনে নিতে পারে না। এসব ক্ষেত্রে প্রশাসনকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উস্কানীদাতাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এসব অপরাধ নির্মূলে প্রয়োজনে আরো কঠোর আইন তৈরি করতে হবে।











