বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দীর্ঘ দুই দশক পর কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রীক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তিনি।
সোমবার (৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ পোস্টে এমনটাই লিখেছেন আমেরিকার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব।
তারেক রহমানের এই সাক্ষাৎকার আগ্রহ সহকারে দেখেছেন মির্জা গালিব। সাক্ষাৎকারের কিছু অংশ মন ছুঁয়ে গেছে তার, আবার কিছু বিষয় নিয়ে তারেক রহমান আরেকটু খোলামেলা কথা বলবেন বলে আশা করেছিলেন তিনি।
আওয়ামী লীগের বিচারের ব্যাপারে তারেক রহমানের স্পষ্টবাদী অবস্থানেরও প্রশংসা করেছেন এই রাজনৈতিক বিশ্লেষক, ‘আওয়ামী লীগের সময়ে ব্যক্তিগতভাবে তিনি এবং তার পরিবার যে জুলুমের মধ্য দিয়ে গেছেন, ইমোশনালি সেটা টাচ করেছেন এই ইন্টারভিউতে। এই জুলুমকে আরও আরও মানুষের অভিজ্ঞতার সাথে মিলিয়েছেন এই অংশটুকু অসাধারণ ছিল। আওয়ামী লীগের বিচারের ব্যাপারে বেশ স্পষ্ট বক্তব্য দিয়েছেন।’