গাজ্জা ইস্যুতে মিশরে আলোচনা শুরু হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) কায়রোতে এই আলোচনা শুরু হয়।
আল জাজিরার বিশেষ প্রতিনিধি নূর আওদাহ জানান, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও তাদের প্রধান মদদদাতা আমেরিকার প্রতিনিধিরা কায়রো গিয়ে পৌঁছলেও তারা আজকের আলোচনায় অংশগ্রহণ করছেন না। তাই ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও তাদের পক্ষের মধ্যস্থতাকারী দেশগুলোর মাঝে আজকের আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিরা জানান, তারা সম্ভাব্য জটিলতা থেকে উত্তরণের পথ খুঁজে পেতে ও যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে হামাসের সাথে আলোচনা করবেন।
গাজ্জার বাইরে সংগঠনটির সবচেয়ে সিনিয়র নেতা, যাকে ইসরাইল সম্প্রতি কাতারে হত্যার চেষ্টা করেছে, সেই খলিল হাইয়া এবারের আলোচনায় হামাসের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি ইতিমধ্যে কায়রো পৌঁছেছেন।
অপরদিকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পক্ষে নেতৃত্ব দিবেন পৈশাচিক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সবচেয়ে ঘনিষ্ঠজন ও বিশ্বস্ত উপদেষ্টা রন ডারমার (৫৪)। তিনি ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
হামাস ট্রাম্পের ২০ দফা সম্বলিত কথিত গাজ্জা শান্তি পরিকল্পনার জবাব দেওয়ার প্রেক্ষিতে আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে, যা সপ্তাহব্যাপী চলমান থাকার কথা রয়েছে। হামাস ট্রাম্পের পরিকল্পনায় ইতিবাচক সাড়া দিলেও আজীবনের জন্য নিজেদের নিরস্ত্রীকরণের বিষয়টিতে ধোঁয়াশা রেখে দিয়েছে।
সূত্র: আল জাজিরা