ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সশস্ত্র আন্দোলনে একাত্মতা প্রকাশ ও গাজ্জা গণহত্যায় শাহাদাত বরণকারীদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানাতে হামাসের কার্যালয়ে গিয়েছেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম (এফ) এর সভাপতি মাওলানা মাওলানা ফজলুর রহমান।
রবিবার (৫ নভেম্বর) কাতারে হামাস কার্যালয়ে স্বাধীনতাকামী দলটির প্রধান ইসমাইল হানিয়া ও শীর্ষ নেতা খালেদ মিশালের সাথে সাক্ষাত করেন তিনি।
সাক্ষাতকালে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিন স্বাধীনতাকামীদের সশস্ত্র আন্দোলনের প্রতি পাকিস্তানের জনগণের বিশেষত, জমিয়তের সমর্থন জানিয়ে মাওলানা ফজলুর রহমান বলেন, কূটনৈতিক, রাজনৈতিক ও মানবিক প্রতিটি ক্ষেত্রেই আমাদের আপনারা নিজেদের পাশে পাবেন।
এছাড়া চলমান গাজ্জা গণহত্যায় শাহাদাত বরণকারী ফিলিস্তিনিদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।
এসময় হামাস প্রধান ইসমাইল হানিয়া ও শীর্ষ নেতা খালেদ মিশাল পাকিস্তানের জনগণ ও পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি ফিলিস্তিনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।









