শনিবার | ৩১ জানুয়ারি | ২০২৬
spot_img

মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়ে ফেলেছে আমেরিকা: ট্রাম্প

নিউইয়র্কের নতুন মেয়র জোহরান কোয়ামে মামদানির বিজয়ের পর শহরটির ওপর ‘সার্বভৌমত্ব হারিয়েছে’ আমেরিকা- এমন মন্তব্যই করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এমনকি মামদানির জয়ে নিউইয়র্ক ‘কমিউনিস্ট শহরে’ পরিণত হবে বলেও দাবি করেছেন তিনি। তবে মামদানি জানিয়েছেন, তিনি ট্রাম্পের সঙ্গে জীবনযাত্রার ব্যয় ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নিউইয়র্কে জোহরান মামদানির মেয়র নির্বাচিত হওয়ায় আমেরিকা তার ‘সার্বভৌমত্ব হারিয়েছে’। বুধবার এক বক্তব্যে তিনি বলেন, “আমরা বিষয়টা দেখবো”। তবে তিনি ব্যাখ্যা দেননি কীভাবে আমেরিকা সার্বভৌমত্ব হারিয়েছে। তিনি দাবি করেন, দেশটির সবচেয়ে বড় এই শহরটি এখন ‘কমিউনিস্ট শহরে’ পরিণত হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ