হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও মধুপুর পীর মাওলানা আব্দুল হামীদ বলেছেন, আলেম-ওলামাদের গ্রেফতার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল আল্লাহ ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শানে তাওহিদ মহাসম্মেলনে হেফাজত ইসলামের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা সাইদ নুরের সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।
বক্তারা বলেন, গণতন্ত্রের দোহাই দিয়ে লালন মতবাদকে এ দেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। কুষ্টিয়ার লালনের তিরোধান দিবস সরকারিভাবে বাতিল করতে হবে। এছাড়া মানিকগঞ্জে বাউল শিল্পীদের করা মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবি পূরণ করতে হবে বলে জানান তারা।
বর্তমান সরকার আওয়ামী সন্ত্রাসী সরকারের চেয়ে খারাপ বলে মন্তব্য করে হেফাজত নেতারা বলেন, বর্তমান সরকার নাস্তিক সরকার। আমরা এই ধরনের সরকার কখনোই চাইনি।
মহাসম্মেলনে মানিকগঞ্জ ও টাঙ্গাইলসহ আশপাশের কয়েক হাজার নেতাকর্মী ও জনসাধারণ অংশ নেন।









