তুরস্কের বুরদুর প্রদেশে ১২২ জন কুরআন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়।
বুরদুর প্রাদেশিক মুফতি কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হিফজ কোর্স শেষে তারা এ সাফল্য অর্জন করেন।
বুরদুরের একটি ইনডোর স্পোর্টস হলে আয়োজিত এ অনুষ্ঠানে শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তুরস্কের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুত করা একটি স্লাইডশো প্রদর্শন করা হয়। এরপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা এগিয়ে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বুরদুরের গভর্নর তুলায় বায়দার বিলগিহান হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি তাদের অধ্যবসায় ও নিষ্ঠার প্রশংসা করে বলেন, “আমরা বিশ্বের বহু নিপীড়িত অঞ্চলে আমাদের ভাই ও বোনদের কঠিন সংগ্রামের দৃশ্য প্রত্যক্ষ করছি। এই সব সংগ্রামে শক্তিশালী, সজীব এবং দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হলে কুরআনের বাণী থেকে বিচ্যুত না হওয়া এবং কুরআনকে জীবনের পথনির্দেশক হিসেবে গ্রহণ করা অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে কুরআন হিফজের আধ্যাত্মিক ও শিক্ষাগত গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। একই সঙ্গে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের এই সাফল্যকে তাদের ধর্মীয় শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
সূত্র: ইয়ানি সাফাক











