শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

নেত্রকোনায় ভারতীয় ওষুধসহ যুবক আটক

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ লক্ষাধিক টাকা মূল্যমানের ভারতীয় ওষুধসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৩১ নেত্রকোনা ব্যাটালিয়নের জোয়ানরা। আটক ব্যক্তির নাম আব্দুর রহমান (২৫)। তিনি কলমাকান্দা উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুল মালেকের পুত্র।

রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি ৩১ নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এসএম জাকারিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কালাঘর গোদারাঘাট এলাকায় বিজিপির একটি দল টহল দিচ্ছিল। এসময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল দল সীমান্ত এলাকা থেকে কার্টুন নিয়ে আসা এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে।

ওই ব্যক্তি কার্টুন ফেলে পালিয়ে যাওয়ার সময় বিজিবি তাকে ধাওয়া করে আটক করে। পরে তাকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img