তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজ মঙ্গলবার তুরস্ক ও সিরিয়ায় ধসে পড়া ভবনগুলো পরিদর্শনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাডেলহেইড মার্শাং। এসময় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দীর্ঘমেয়াদী সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, ‘ওভারভিউ মানচিত্র দেখায় যে, এসব এলাকায় প্রায় ২৩ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় ৫ মিলিয়ন দুর্বল জনগোষ্ঠী রয়েছে।’
অ্যাডেলহেইড মার্শাং বলেন, ‘প্রধানত তুরস্ক এবং উত্তর-পশ্চিম সিরিয়ায় বেসামরিক অবকাঠামো এবং হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনি বলেন, ‘ভূমিকম্পের কারণে উত্তর-পশ্চিম সিরিয়ায় সীমান্ত দিয়ে যোগাযোগ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে সেখানে সহযোগিতা পৌঁছানো কঠিন।’











