ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর হেফাজত ইসলাম বাংলাদেশ।
আজ সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হেফাজতের পাঁশলাইশ থানার সেক্রেটারী মাওলানা কুতুব উদ্দিন এর সঞ্চালনায় ও মহানগর হেফাজত নেতা মাওলানা ফয়সল বিন তাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ কামরুল ইসলাম কাসেমী, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর,কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা জাকারিয়া মাদানি, মহানগর হেফাজত নেতা অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরীসহ মহানগর ও জেলা নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, আমরা স্বাধীন ফিলিস্তিনের পাশে আছি। আমরা বাংলার মাটি থেকে বলতে চাই, ফিলিস্তিন আমরা তোমাদের পাশে আছি। আজ মুসলিম বিশ্ব এক হওয়ার সময় এসেছে। পৃথিবীর বুক থেকে ইসরাইলের নাম মুছে দিতে হবে।
বক্তারা বলেন, আমরা পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘকে বলতে চাই, আপনারা যতই ষড়যন্ত্র করুন না কেন, ফিলিস্তিন আমাদের ছিল আমাদের থাকবে। সময় এসেছে ফিলিস্তিন স্বাধীন করার।