ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানে মার্কিন দূতাবাস পুনরায় চালুর বিষয়টি অস্বীকার করেছে ওয়াশিংটন।
এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পুনরায় ওয়াশিংটনে আফগান দূতাবাস চালু এবং কাবুলে মার্কিন দূতাবাস স্থাপন করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জেমস হিউইট।
রবিবার (৬ এপ্রিল) ওয়াশিংটন এক্সামিনার নামক ম্যাগাজিনের একটি প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত করা গেছে।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানিয়েছেন, “আফগানিস্তানে তালেবানের নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি প্রদান করে না যুক্তরাষ্ট্র। আর তাই তাদের দূতাবাস পুনরায় চালু কোন পরিকল্পনা নেই ওয়াশিংটনের।”
জেমস হিউইট বলেন, “ওয়াশিংটনে আফগান দূতাবাসের বিষয়ে আমরা কোনও প্রতিশ্রুতি দেইনি এবং কাবুলে মার্কিন দূতাবাস কম্পাউন্ডের অবস্থা নিয়ে কোনও আলোচনা চলছে না।”
সূত্র: তোলো নিউজ