বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

ফরিদপুরে বজ্রপাতে ২১ মাদরাসাছাত্র আহত

ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত হয়েছে।

সোমবার (৬ মে) সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত মদিনাতুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১১ ছাত্রকে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সকলেই নুরানি বিভাগের ৩য় শ্রেণির ছাত্র।

সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালে শিক্ষার্থীরা মদরাসা ভবনের বারান্দায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ মাদরাসার মাঠে বজ্রপাত হয়। এতে মাদরাসার ২১ শিক্ষার্থী আহত হয়। মাদরাসা শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নেয়।

আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। বাকি ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

মদিনাতুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ কেরামত আলী বলেন, ২১ ছাত্র অসুস্থ হয়ে পড়েছিল। এরমধ্যে ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে মাদরসায় ফিরে গেছে। ২১ ছাত্র এখনো হাসপাতালে ভর্তি রয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img