শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় জাতিসংঘের স্কুলে ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকার মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে জাতিসংঘের একটি স্কুলে ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি শহীদ হয়েছে। এর আগে হামলায় কমপক্ষে ৩২ জন শহীদ এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

আজ শুক্রবার (৭ জুন) আল জাজিরা জানায়, স্কুলটিতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।

একটি যুদ্ধবিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র জাতিসংঘের স্কুলটির সবচেয়ে ওপরের তলার দুটি শ্রেণিকক্ষে আঘাত হানে। ইসরাইল এই হামলার কথা স্বীকার করেছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএর স্কুলে ইসরাইলকে ভয়ংকর হত্যাযজ্ঞ চালানোর জন্য অভিযুক্ত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

বিভিন্ন ভিডিও ফুটেজে ঘটনাস্থলের ধ্বংসযজ্ঞ আর রক্ত আর ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

হামলার পর উদ্ধারকারীরা হতাহতদের নিকটস্থ দেইর আল বালাহ শহরের হাসপাতালে নেওয়ার চেষ্টা চালায়। হামাস জানায়, নুসেইরাত শরণার্থীশিবিরে জাতিসংঘ পরিচালিত স্কুলটিতে হামলায় শহীদদের মধ্যে ১৪ শিশু ও ৯ নারী রয়েছেন। এ ঘটনায় ৭০ জনের বেশি আহত হয়েছে। তাদের মধ্যে ২৩ শিশু ও ১৮ নারী রয়েছেন।

সূত্র : আল জাজিরার।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ