শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫
spot_img

হজের আবহে ১৪টি দেশের নাগরিকদের ভিসা সংক্রান্ত বিধিনিষেধ জারি করল সৌদি আরব

হজের আবহে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৪টি দেশের নাগরিকদের ভিসা সংক্রান্ত ‘সাময়িক বিধিনিষেধ’ জারি করল সৌদি আরব। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট দেশগুলোর বাসিন্দাদের সাময়িকভাবে ‘ওয়ার্ক ভিসা’ দেওয়া স্থগিত রাখা হয়েছে।

ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই এ খবর জানায়।

বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডন, ইয়েমেন, সুদান, ইরাক, ইথিওপিয়া, নাইজেরিয়া, লিবিয়া, কেনিয়া এবং তুরস্ক রয়েছে এই তালিকায়। সাধারণ ভাবে ‘ওয়ার্ক ভিসা’ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকেরা সৌদিতে কাজ করতে যান। সরকারি সূত্র জানিয়েছে হজের সময় অতিরিক্ত জমায়েত এড়াতেই সাময়িকভাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ-সহ ১৪টি দেশের ভিসা নীতিতে সৌদি আরব কিছুটা পরিবর্তন এনেছিল। তখন সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, এই দেশগুলোর নাগরিকদের এবার ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেবে। ওই ভিসা দেখিয়ে এক বারই সে দেশে প্রবেশ করতে পারবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান-সহ ১৪টি দেশের নাগরিকরা। ভিসার মেয়াদ ৩০ দিন।

জানা যায়, এতদিন ১৪টি দেশের কিছু বাসিন্দা সৌদির ভিসা নিয়ে হজের সময় নাম অন্তর্ভুক্ত না করিয়েই মক্কায় চলে যেতেন। এর ফলে সেখানে ভিড় বাড়ত। এবার তা বন্ধ করার জন্য নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img