মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

কোরবানির বর্জ্য অপসারণ করল ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার নেতা কর্মীরা কোরবানির বর্জ্য অপসারণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এছাড়াও ডেঙ্গুর প্রকোপ কমাতে শহরজুড়ে তাদের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান উপস্থিত নেতাকর্মীরা।

আজ শনিবার (৭ জুন) আসরের নামজ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা সদরঘাট মসজিদের সামনে থেকে শুরু করে পৌরশহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

বর্জ্য অপসারণ কার্যক্রমের শুরুতে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার বিভিন্ন সদস্যরা বলেন, আমরা অনেকেই ঈদের সময় বিভিন্ন ধরনের শুভেচ্ছা ব্যানার ফেস্টুন এবং বিলবোর্ড বানিয়ে টাকা খরচ করি। কিন্তু আমরা চাইলেই ওই টাকা দিয়ে সমাজের বিভিন্ন ভালো কাজ করতে পারি। এ কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদ আনন্দ শুধু পোস্টার বিলবোর্ডে সীমাবদ্ধ না রেখে মানুষের জীবন মান ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে এমন বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ মিজানুর রহমান কাসেমী বলেন, ঈদের দিন আমরা নিজেদের আনন্দ পরিহার করে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা মূলত চাই মানুষ ভালো থাকুক। সরকারের অনেক দায়িত্ব থাকলেও বিভিন্ন কারণে সবকিছু করা সম্ভব হয় না। তবে আমরা মানুষ হিসেবে বসে থাকতে পারি না। এ কারণেই শহর পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেছি।

তিনি আরও বলেন, বরগুনায় বর্তমানে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গতকাল রাতে বরগুনায় প্রয়াত সাবেক এক সংসদ সদস্যের মেয়ে মারা গিয়েছে। ডেঙ্গুর প্রকোপ কমাতেও আমাদের এমন পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img