শুক্রবার | ১৪ নভেম্বর | ২০২৫

মা এখনো কোথাও আশ্রয় চাননি: জয়

গত ২৪ ঘণ্টা ধরে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক স্বৈরা শসক হাসিনা ‘কোথাও আশ্রয়’ চাননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

আজ বুধবার (৭ আগষ্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে জয় জানান, তার মা যেভাবেই হোক অবসর নেওয়ার কথা ভাবছিলেন। এখন তিনি রাজনীতি থেকে অবসর নেবেন এবং পরিবারকে সময় দেবেন।

‘আশ্রয়ের আনুরোধে’ যুক্তরাজ্যের ‘নীরবতা’ এবং যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার ভিসা বাতিল সংক্রান্ত একাধিক প্রতিবেদন বিষয়ে জানতে চাইলে জয় বলেন, ‘তার আশ্রয় চাওয়ার এসব প্রতিবেদন ভুয়া। তিনি এখনো কোথাও আশ্রয়ের অনুরোধ করেননি। তাই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাড়া না দেওয়ার তথ্য সঠিক নয়। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো আলোচনাই হয়নি।

তিনি বলেন, আমি ওয়াশিংটনে, খালা লন্ডনে, বোন দিল্লিতে থাকে। আমরা এখনো জানি না- তিনি এসব জায়গায় ভ্রমণের মধ্যে থাকতে পারেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img