মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

তাতারাস্তানের সাথে ১৮৩ মিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি সাক্ষর করল আফগানিস্তান

তাতারাস্তানের সাথে ১৮৩ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য চুক্তি সাক্ষর করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বাখতার নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান ও তাতারস্তানের মাঝে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে দু’দেশের মাঝে মোট ১৮৩ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছে।

এসময় ইমারাত সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরুদ্দিন আজিজি ও তাতারস্তানের উপ-প্রধানমন্ত্রী ও শিল্প ও বাণিজ্য মন্ত্রী ওলেগ কোরুবচেঙ্কো ও দু’দেশের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রী আজিজি রাশিয়ান ফেডারেশনের পক্ষ থেকে আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উভয় অঞ্চলের বেসরকারি খাতের মধ্যে সম্পর্কোন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি তাতারস্তানের বিনিয়োগকারীদের আফগানিস্তানের খনিজ সম্পদ, কৃষি এবং ঔষধি উদ্ভিদ খাতে বিনিয়োগ করার আহ্বান জানান।

অপরদিকে তাতার উপ-প্রধানমন্ত্রী কোরুবচেঙ্কো তাতারস্তানের বেসামরিক ও সামরিক উভয় খাতে উৎপাদিত বিভিন্ন পণ্যের কথা তুলে ধরেন এবং আফগান প্রতিনিধিদলকে ২৬ আগস্ট তাতারস্তানে অনুষ্ঠিতব্য একটি তেল মেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

এছাড়াও বৈঠকে খাদ্য উৎপাদন, হেলিকপ্টার নির্মাণ, পানি ব্যবস্থাপনা, তেল-গ্যাস, বৈদ্যুতিক যন্ত্রপাতি, ডিটারজেন্ট, স্যানিটারি ও নির্মাণসামগ্রী এবং লোহা গলন শিল্পসহ বিভিন্ন খাত নিয়ে আলোচনা হয়। সুযোগ-সুবিধা ও সম্ভাবনা নিয়ে পর্যালোচনা হয়। আলোচনা-পর্যালোচনা শেষে বিশেষত, তেল ও নির্মাণ খাতে উল্লেখযোগ্য চুক্তি সম্পাদিত হয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img