শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় পোলিও টিকা কর্মসূচির মধ্যেই বিমান হামলা চালিয়ে ২৭ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

গাজ্জায় চলমান পোলিও টিকা কর্মসূচির মধ্যেও থেমে নেই ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে হত্যাযজ্ঞ। এখন পর্যন্ত পোলিও টিকা কর্মসূচির মধ্যে বিমান হামালা চালিয়ে ২৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বর্বর সন্ত্রাসী বাহিনী।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় জনগণ এবং স্বাস্থ্য-কর্মীরা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত গাজ্জার সব এলাকায় সংঘাত হয়েছে। উপত্যকার বৃহত্তম এবং ঐতিহাসিক শরণার্থী শিবির নুসেইরাতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন দুই নারী এবং দু’জন শিশু। গাজ্জার বৃহত্তম শহর গাজ্জা সিটিতে বিমান হামলায় নিহত হয়েছেন ৮ জন এবং বাকি নিহতদের কেউ খান ইউনিস, কেউ রাফা, কেউ বা জেইতুনের বাসিন্দা।

এর আগে, গত ১ সেপ্টেম্বর গাজ্জা উপত্যকার শিশুদের জন্য পোলিও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রতি বছর উপত্যকায় এই সময় শিশুদের পোলিও টিকা খাওয়ানো হয় এবং পুরো কর্মসূচি তত্ত্বাবধানের দায়িত্বে থাকে জাতিসংঘের তিন অঙ্গসংগঠন— বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ এবং ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা আনরোয়া।

টিকাদান কর্মসূচি শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন ৯ ঘণ্টা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলি বাহিনী এবং হামাস।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ