ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় উপত্যকায় বিমান হামলা চালিয়ে একদিনে অন্তত আরও ৬৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দখলদারদের আগ্রাসনে অন্তত ৬৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের মধ্যে ত্রাণপ্রার্থী সাধারণ মানুষও ছিলেন। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজ্জায় মোট ৬৪ হাজার ৩৬৮ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৩৬৭ জন।
স্থানীয় সূত্রগুলো বলছে, এখনো হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।