ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন দ্বারা প্রকাশিত নতুন পরিসংখ্যান অনুসারে,২০২২ সালে আরব দেশ গুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিদর্শন দেশ সৌদি আরব।
২০২২ সালের এখন পর্যন্ত ১৮ মিলিয়নেরও বেশি পর্যটক সৌদি আরব ভ্রমন করেছেন,যা আরব বিশ্বের পর্যটক ভ্রমন দেশ গুলোর মধ্যে প্রথমে রয়েছে।এই পরিসংখ্যানের ১৪.৮ ও ১১ মিলিয়ন নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কো।
তাছাড়া প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, সিরিয়ায় ভ্রমন করে ৮.৫ মিলিয়ন পর্যটক,৫.৭ মিলিয়ন তিউনিসিয়ায়,৫.২ মিলিয়ন মিশরে,৪.৩ মিলিয়ন বাহরাইনে এবং৩.৫ মিলিয়ন জর্ডান পরিদর্শন করেছেন। এরপরে আলজেরিয়া, লেবানন, ইরাক, ইয়েমেন, সুদান, প্যালেস্টাইন এবং একেবারে নীচে,২০৩০০০ পর্যটক নিয়ে কুয়েত।
আরব বিশ্বে পর্যটনের ক্ষেত্রের উর্দ্ধগতি সৌদি আরবের জন্য বিশেষভাবে ইতিবাচক,কারণ সাম্প্রতিক সময়ে সৌদি আরব পর্যটন শিল্পকে লক্ষ্য করে চলেছে, বিশেষ করে কোভিড -১৯ মহামারীর বিপর্যয় কাটিয়ে উঠার পর থেকে।
পর্যটন হল সৌদি ভিশন ২০৩০-এর অন্যতম প্রধান স্তম্ভ।কারন সৌদি ভিশন ২০৩০ এমন একটি প্রক্রিয়া যেখানে অর্থনৈতিক বৈচিত্র্য আনতে স্বাস্থ্য,শিক্ষা,অবকাঠামো,বিনোদন ও পর্যটনের মতো জন সেবা খাতে উন্নয়ন করবে।যা তেলের উপর সৌদি আরবের নির্ভরতা কমাতে সাহায্য করবে।সেই দৃষ্টিভঙ্গিতে, সৌদি আরব ২০৩০ সাল নাগাদ বার্ষিক ১০০ মিলিয়ন পর্যটকের আগমনের লক্ষ্য নির্ধারণ করেছে।











