স্থল ও বিমান হামলার মধ্যেই লেবাননের হাসপাতালগুলো লক্ষ্য করে একের পর এক অবৈধ হামলা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। বেসামরিক নাগরিকদের জন্য ব্যবহৃত স্থাপনায় এরকম হামলার প্রতিবাদ জানিয়েছে দেশটি। স্বাস্থ্য ব্যবস্থার উপর এই কাপুরুষোচিত হামলা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের উপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে বৈরুতের নার্সদের সংগঠন অর্ডার অব নার্সেস (ওএনএস)।
এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করেছে, বৈরুতের হাসপাতাল, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে হামলা চালাচ্ছে ইসরাইল- যা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
বিবৃতিতে, ধ্বংসাত্মক যুদ্ধ থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে নিরপেক্ষ রাখার জন্য জাতিসংঘ, বিশ্বস্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক নার্স কাউন্সিলসহ গোটা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের উপর দ্রুত চাপ সৃষ্টি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরাইল। গত ২৩ সেপ্টেম্বরের পর থেকে ইসরাইলি হামলায় ১ হাজার ১৮০ জন নিহত হয়ে গেছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। যার মধ্যে ৯৭ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে দশটি বড় হাসপাতাল।
সূত্র: মিডল ইস্ট মনিটর











