গত মাসে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের ২ লাখ ৪০ হাজার শরনার্থীদের জোরপূর্বক দেশে ফেরত পাঠিয়েছে ইরান।
আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (আইওএম) এ বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির প্রতিবেদনে উঠে এসেছে এসব শরণার্থীদের মধ্য থেকে ৪৩ শতাংশকে জোরপূর্বক নিজ দেশে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত এক বছরে প্রতিবেশী দেশ থেকে এক মাসের মধ্যে এত বেশি শরণার্থী আগে পরে দেখেনি আফগানিস্তান।
প্রতিবেশী দেশগুলোতে থাকা শরণার্থীরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলে জানা গেছে। তাদের সাথে দুর্ব্যবহার, কর্মসংস্থানের সুযোগ না দেওয়া, শিক্ষার থেকে বঞ্চিত করা ও জোরপূর্বক দেশ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন এসব শরণার্থীরা।
এদিকে, অবৈধ আফগান শরনার্থীদেরকে নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করার জন্য ইউরোপিয়ান কমিশনের নিকট চিঠি দিয়েছে জার্মানি ও ফ্রান্স সহ ১৭টি ইউরোপীয় দেশ।
সূত্র: তোলো নিউজ











