সপ্তাহ দুই আগে, ভারতে অবস্থিত ইসরাইলি দূতাবাস থেকে একটি চিঠি পায় দিল্লি পুলিশের নিরাপত্তা বিভাগ। এই চিঠিতে অদ্ভুত এক আবদার করেছে দিল্লির ইসরাইলি দূতাবাস। এমন আবদার আগে পরে কোন দূতাবাস থেকে করা হয়নি ভারতের কাছে।
চিঠিটির বিষয়ে পুলিশের এক উর্দ্ধতন কর্মকর্তার বরাত দিয়ে ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, দিল্লি পুলিশের শুটিং রেঞ্জ ব্যবহার করতে চায় ভারতে অবস্থিত ইসরাইলি দূতাবাসের নিরাপত্তা কর্মীরা। উদ্দেশ্য শুধুমাত্র প্রশিক্ষণ নেওয়া।
তবে ভারতের পক্ষ থেকে ইসরাইলি নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সিনিয়র এই পুলিশ কর্মকর্তা আরো জানিয়েছেন, চিঠিটি দিল্লি পুলিশের হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তবে নিরাপত্তা সংক্রান্ত অন্য এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দিল্লির ইসরাইলি দূতাবাসের এই অনুরোধ প্রত্যাখ্যান করার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে দিল্লি পুলিশের।
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাস থেকে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় বর্বরোচিত গণহত্যা শুরু করে ইসরাইল। এই গণহত্যার পর দিল্লির ইসরাইলি দূতাবাস রক্ষার জন্য নিরাপত্তা দ্বিগুণ করেছে ভারত।
সূত্র: ফিনান্সিয়াল এক্সপ্রেস










