শুক্রবার, মে ৯, ২০২৫

চীন-ইরান-ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় বসেছে আফ*গানিস্তান

spot_imgspot_img

আলামিন ফারাজ |

আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দ্বিপাক্ষিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে চীন, ইরান, উজবেকিস্তান, পাকিস্তান এবং ভারতের প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন।

রোববার (৬ অক্টোবর) একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আফগান সরকার।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বৈঠকে আফগানিস্তান ও আঞ্চলিক দেশগুলির মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত দেশগুলির প্রতিনিধিরাও আফগানিস্তানের সাথে ব্যাপক সহযোগিতার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির প্রতি আস্থা প্রকাশ করেছেন।

ইদ্রিস জাজি নামে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা এবং আফগানিস্তান যাতে অন্যদের বিরুদ্ধে ব্যবহার না হয় তা নিশ্চিত করা এই অঞ্চলের জন্য অপরিহার্য।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img