কুরআন অবমাননা বিরোধী আইন প্রণয়নের দাবিতে অবস্থান ও কুরআন তিলাওয়াত কর্মসূচি অনুষ্ঠিত। এতে আলেম-উলামা, মাদরাসা শিক্ষার্থী, ইসলামী সংগঠনের কর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ গ্রহন করেন।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে এ কর্মসূচি পালন হয়।
সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপুর্ব পাল সামাজিক মাধ্যমে পবিত্র কুরআন অবমাননাকর ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। দেশজুড়ে তিব্র প্রতিক্রিয়া তৈরি হলে মধ্যরাতে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে অপুর্ব পালকে গ্রেপ্তার করে। এই ঘটনার প্রতিবাদে আজ অবস্থান ও কুরআন তিলাওয়াত কর্মসূচি অনুষ্ঠিত হয়।