মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনকে সামনে রেখে মধুপুর পীরের সঙ্গে জমিয়তের মতবিনিময়

আগামী ১৫ ই নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ্ ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল “খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি” বাংলাদেশের আমীর ও মধুপুর পীর মাওলানা আবদুল হামিদের সঙ্গে মতবিনিময় করেন।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় মুন্সীগঞ্জ মধুপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জমিয়তের প্রতিনিধি দলে ছিলেন, দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতী শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ্ কাসেমী, কেন্দ্রীয় দাঈ মাওলানা আবু ইউসুফ।

জমিয়ত নেতৃবৃন্দ মধুপুর পীরকে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। বহির্বিশ্বের আন্তর্জাতিক ব্যক্তিবর্গের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img