শুক্রবার, মে ৯, ২০২৫

তারেক রমাদানকে অর্থদণ্ড দিল ফ্রান্সের আদালত

spot_imgspot_img

অক্সফোর্ডের সাবেক অধ্যাপক ও মুসলিম পণ্ডিত তারেক রমাদানকে ৩ হাজার ৫৬০ ডলার অর্থদণ্ড দিয়েছেন ফ্রান্সের একটি আদালত।

একটি বইয়ে তারেক রমাদানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা এক নারীর নাম প্রকাশ করায় ফরাসি ওই আদালত শুক্রবার তাকে এই সাজা দিয়েছে।

একইসঙ্গে বইটির প্রকাশককে ৫ হাজার ডলার অর্থদণ্ড দেয়া হয়েছে।

২০০৯ ও ২০১২ সালে প্যারিস ও লিয়নে হোটেল কক্ষে দুই নারী তারিক রমাদানের হাতে ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। অভিযোগকারীদের মধ্যে একজন হিন্দা আয়ারি একসময় কট্টরভাবে ইসলামের অনুসারী ছিলেন। তিন সন্তানের জননী আয়ারি সেখান থেকে সরে এসে এখন একজন নারীবাদী অ্যাকটিভিস্টে পরিণত হয়েছেন।

তবে তারেক রমাদান বলেছেন, আমি নির্দোষ, মিথ্যা প্রচারের শিকার। সময়ই বলে দেবে আমার বিরুদ্ধে যে অপপ্রচার করা হয়েছে, তা ডাহা মিথ্যা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img