শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

বন্দরে বিক্ষোভ; ইসরাইলে অস্ত্র পাঠাতে পারল না আমেরিকা

আমেরিকা থেকে ইসরাইলে জন্য অস্ত্র নিয়ে রওয়ানা হওয়া একটি জাহাজ আটকে দিয়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। মেঘে অন্ধকার আকাশ ও অবিরাম বৃষ্টির মধ্যেই শত শত বিক্ষোভকারী ওয়াশিংটনের টাকোমো বন্দরে বিক্ষোভ করেন। এ সময় তারা মার্কিন সামরিক জাহাজটি অবরুদ্ধ করে।

বিক্ষোভকারীরা বলেন, এই জাহাজে করে অস্ত্রের চালান নিয়ে যাওয়া হচ্ছে ইসরাইলে। আরে সেটি ব্যবহৃত হবে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর।

টাকোমা সমাবেশে বিক্ষোভকারীদের একজন ওয়াসিম হেজ বলেন, ‘আমরা এখনই যুদ্ধবিরতি চাই। আমরা চাই মানুষ হত্যা বন্ধ হোক। আমরা মার্কিন পররাষ্ট্র নীতি এবং ইসরাইলে মার্কিন অর্থায়নের একটি বাস্তব পরীক্ষা এবং পদক্ষেপ চাই।’

ওয়াসিম হেজ আরব রিসোর্স অ্যান্ড অর্গানাইজিং সেন্টার (এআরওসি) এর সাথে কেস ম্যানেজার এবং কমিউনিটি আউটরিচ কোঅর্ডিনেটর হিসাবে কাজ করেন। তারাই এই প্রতিবাদের আয়োজনকারী অ্যাডভোকেসি গ্রুপ।

তিনি বলেন, একটি গোপন সূত্র এআরওসিকে জানিয়েছিল যে, জাহাজটিতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম লোড করে ইসরাইলে পাঠানো হবে।

তিনি বলেছেন, ‘অপারেশনাল নিরাপত্তার কারণে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এই জাহাজগুলোতে বহন করা কার্গো সংক্রান্ত তথ্য প্রদান করে না।’

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img