শনিবার, মে ১০, ২০২৫

ইসরাইলের প্রধানমন্ত্রীকে মিথ্যুক বললেন সৌদি আরবের সাবেক গোয়েন্দাপ্রধান

spot_imgspot_img

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘মিথ্যুক’ বললেন সৌদি আরবের সাবেক গোয়েন্দাপ্রধান যুবরাজ তুর্কি আল-ফয়সাল।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মধ্যপ্রাচ্য সফরে সৌদির বিলাসবহুল নিওম অবকাসকেন্দ্রে ক্রাউন প্রিন্ম মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার যে আলোচনা হয় বলে ইসরাইলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তাকে নির্জলা মিথ্যাচার বলছেন তিনি।

মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান বলেন, গত সপ্তাহে অবকাসকেন্দ্র নিওমে সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রীর কোনো বৈঠকই হয়নি। এটি পুরোটাই গুজব। তার দাবি, কয়েকটি ইসরাইলি ও মার্কিন গণমাধ্যম নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে।

তিনি বলেন, সৌদির লোকজন নেতানিয়াহুর মতো দুর্নীতিবাজ ও মিথ্যাবাদীর কথা কখনও বিশ্বাস করবে না।

কারণ ইসরাইলি এ প্রধানমন্ত্রী নিজের দেশের আদালতেই ঘুষ-দুর্নীতির মামলায় হাজিরা দিচ্ছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img