শুক্রবার | ১৬ জানুয়ারি | ২০২৬
spot_img

সাইপ্রাসে মসজিদে হামলা সহ্য করব না বলে হুশিয়ারী এরদোগানের

সাইপ্রাসে মুসলমানদের মসজিদে হামলাকে সহ্য করবেন না বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে দক্ষিণ সাইপ্রাসে আমাদের মসজিদের বিরুদ্ধে আঘাতের চেষ্টা হয়েছে। অবশ্যই দক্ষিণ সাইপ্রাসে এই হামলা জবাবহীন থাকবে না।

সোমবার (৬ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনার আগে ইস্তাম্বুলের আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

এর আগে গত ২ অক্টোবর গ্রিক নিয়ন্ত্রিত দক্ষিণ সাইপ্রাসের লারনাকা শহরের জামে মসজিদে আগুন দেওয়া হয়। হামলার সাথে জড়িত থাকার সন্দেহে একজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, দক্ষিণ সাইপ্রাসকে আমরা বলতে চাচ্ছি, আমাদের ইবাদতের স্থানে কোনো প্রকার হামলা যেনো না হয়। এই ধরনের হামলার জন্য আপনাদের বিপুল মূল্য দিতে হবে।

এর আগে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার এক বিবৃতিতে বলা হয়, ‘এটি শুধু মুসলমানদের লক্ষ্য করেই নয়, বরং মানবতার সাধারণ মূল্যবোধকে হুমকিতে ফেলেছে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের অনুধাবন থেকে নির্দিষ্ট একটি চক্র কত দূরে আছে তা প্রকাশ করেছে।’

তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট এরসিন তাতার এই হামলার জন্য নিন্দা জানিয়েছিলেন এবং গ্রিক নিয়ন্ত্রিত দক্ষিণ সাইপ্রাস প্রশাসনকে এই ধরনের হামলা প্রতিরোধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

সূত্র : আলজাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ